সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ধ্বনির রূপান্তর

 

                     ধ্বনির রূপান্তর:
শব্দের মধ্যে কখনো কখনো ধ্বনির আগমন এবং ধ্বনির লোপের ফলে শব্দের মধ্যে পাশাপাশি থাকা কোন একটি ধ্বনি বদলে যায় একেই বলা হয় ধ্বনির রূপান্তর।
বাংলা ভাষায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি উভয়ের রূপান্তর দেখা যায়।
স্বরধ্বনির রূপান্তর:

১) স্বরসঙ্গতি:
যখন শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকে তখন একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনি যখন বদলে যায় বা উভয় স্বরধ্বনির প্রভাবে উভয়েই বদলে যায় এবং একটি ধ্বনি সাম্য লাভ করে অর্থাৎ একাধিক স্বরের মধ্যে সংগতি হয় তখন তাকে স্বরসঙ্গতি বলা হয়।
যেমন: সুপারি> সুপুরি, বিলাতি >বিলিতি, মিথ্যা> মিথ্যে, হিসাব> হিসেব।