ধ্বনি ও ধ্বনির শ্রেণীবিভাগ(ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ)
ধ্বনির সংজ্ঞা: বাগ্ যন্ত্রের সাহায্যে উচ্চারিত
ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল ধ্বনি।
যেমন--অ,আ,ক,খ........ইত্যাদি।
ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ।
ধ্বনি হলো কানে শোনার বিষয় আর বর্ণ হলো যে ধ্বনি আমরা শুনছি তার লিখিত রূপ।
ধ্বনির শ্রেণীবিভাগ: ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।